Xiaomi Poco M7 এর দাম
Xiaomi Poco M7 স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন
Xiaomi কোম্পানি নতুন একটি স্মার্টফোন বাজারে নিয়ে এলো, এই স্মার্টফোনে রয়ছে দারুণ কিছু ফিচার যা ব্যাবহার কারিদের এই স্মার্টফোনের দিকে একবার হলেও মন আকৃষ্ট করবে। Xiaomi কোম্পানি তাদের নতুন Xiaomi Poco M7 মডেলের স্মার্টফোনটি বাজারে নিয়ে আসছে। এই ফোনের দারুণ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। Xiaomi Poco M7 স্মার্টফোনটি 128/256 GB UFS 2.2 4/6/8 GB ভেরিয়েন্টের সাথে বাজারে এসেছে, Xiaomi Poco M7 স্মার্টফোনটির দাম শুরু হয়েছে Coming soon টাকা থেকে।
Xiaomi Poco M7 স্মার্টফোনে ব্যাবহার করা হয়েছে একি উন্নত মানের IPS LCD capacitive touchscreen, 16M colors ডিসপ্লে এর সাথে এই স্মার্টফোনটিতে Android 14 ভার্সোনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে Xiaomi কোম্পানি, তাছাড়া এই ফোনটিকে শক্তি যোগাতে এটিতে Mediatek Dimensity 6100+ (6 nm) একটি প্রসেসর রয়েছে। স্মার্টফোনে ভিডিও ও ছবি তোলার জন্য পিছনে 50 MP ক্যামেরা ও সামনে 5 MP ক্যামেরা সেটাপ রয়েছে। এর সাথে স্মার্টফোটিকে দৃর্ঘখন ব্যাবহা করার জন্য এতে 5000 mAh লিথিয়াম ব্যাটারি রয়েছে, ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য ওয়ার্ড ফাস্ট র্চাজিং সেটাপ দেখতে পাবেন।
বাংলাদেশে Xiaomi Poco M7 এর দাম কত?
ডিসপ্লে
Xiaomi Poco M7 স্মার্টফোনে ব্যাবহার কারিদের দারুণ অভিজ্ঞতা দেবার জন্য 6.74 inches, 109.7 cm2 (~83.7% screen-to-body ratio) সাইজের IPS LCD capacitive touchscreen, 16M colors ডিসপ্লে ব্যাবহার করছে এর সাথে ডিসপ্লের রেজুলেশন হলো 720 x 1600 pixels, 20:9 ratio (~260 ppi density) এই ডিসপ্লের সাথে ব্যাবহারকারীরা খুবই মানানসই ভাবে মুভি ভিডিও গেম সহ আরো অনেক একটি লাভ জনক অভিজ্ঞতার সাক্ষী হবে।
প্রসেসর
প্রতিটি স্মার্টফোনের সবচেয়ে বড় শক্তি তার প্রসেসর আর সেই ব্যাপারটা মাথায় রেখে Xiaomi কোম্পানি এতে Android 14 এর সাথে Mediatek Dimensity 6100+ (6 nm) চিপসেট ও _ সিপিইউ ব্যাবহার করেছে, যার মাধ্যমে ব্যাবহারকারী সব ধারনের মাল্টি টাস্কিং কাজ করতে পারবে ও স্মার্টফোনটি কনো ল্যাগিং ছাড়াই ব্যাবহারকারীদের দারুণ একটি ইজার এক্সপেরিয়েন্স দেবে।
মেমোরি
Xiaomi Poco M7 স্মার্টফোনে ইন্টারনাল স্টোরেজ হিসাবে 128/256 GB UFS 2.2 ব্যবহার করা হয়েছে এবং Ram রয়েছে 4/6/8 GB তাছাড়া ও ব্যাবহাকরী চাইলে এর সাথে আলাদা একটি মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করতে পারবেন।
ক্যামেরা
বর্তমান যুগে ক্যামেরা ছাড়া আসলেই অনেক অসুবিধায় পড়তো মানুষ, সকল ফোনেই ক্যামেরা রয়েছে, স্মার্টফোনের ক্যামেরা দিয়েই মানুষ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, আর সাবাই চাই তার স্মার্টফোনেও একটি ভালো ক্যামেরা সেটাপ যেনো থাকে। এই স্মার্টফোনে পিছনের মেন ক্যামেরা হিসাবে 50 MP ও সেলফি প্রেমীদের জন্য সামনে 5 MP ক্যামেরা ব্যহবার করা হয়েছে এবং এর সাহায্য ব্যাবহারকারীরা 1080P এবং 4k ভিডিও ধারন করতে পারবে।
ব্যাটারি
ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো এর ব্যাটারি ব্যাকআপ তবে চিন্তার কনো কারন নেই Xiaomi Poco M7 স্মার্টফোনে একটি বিশাল 5000 mAh লিথিয়াম ব্যাটারি রয়েছে যা ফোনটিকে ৩ পর্যন্ত সচল রাখবে আর হেবি ইউজে ১ দিনের বেশি ব্যাকআপ পেয়ে যাবে ব্যাবহারকারী। তাছাড়া ও ফোনটি দ্রুত চার্জের জন্য এতে ওয়ার্ডের ফাস্ট চার্জিং ব্যাবহার করা হয়েছে
পরিশেষে বলতে চাই এই স্মার্টফোনের বাজেট অনুযায়ী অত্যান্ত দারুণ একটি স্মার্টফোন, এই ফোনটি ব্যাবহার করে ব্যবহারারা আশাকরি হতাশ হবে না, তারপর ও আপনি ফোনটি কিনতে চাইলে সকল কিছু যাচাই-বাছাই করে আপনার মত অনুযায়ী ফোনটি কিনতে পারেন, এই ফোনটি কেনা আপনার একান্তই ব্যাক্তিগত ব্যাপার, আমি শুধু আপনাদের এই স্মার্টফোন সম্পর্কে কিছু ধারণা দিলাম। আর আপনার যদি কনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন ধন্যবাদ
Xiaomi Poco M7 FAQ
Xiaomi Poco M7 এর দাম কত বাংলাদেশে?
Xiaomi Poco M7 এর বাংলাদেশে দাম হলো Coming soon টাকা।