Walton Orbit Y70c এর দাম কত

Walton Orbit Y70c  স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন

Walton-Orbit-Y70c

Specifications

Prices

Official6GB 64GB ৳9,499 +VAT

Launch

Announced2024, August 16
StatusAvailable. Released 2024, August 18

Network

TechnologyGSM / HSPA / LTE
2G bandsGSM 900 /1800 / 1900 – SIM 1 & SIM 2
3G bandsUMTS 900 / 2100
4G bandsLTE-FDD 900 / 1800 / 2100
LTE-TDD 2300 / 2500 / 2600
SpeedHSPA+, LTE

Body

Dimensions164.4 x 75.7 x 8.9 mm
Weight185g (with battery)
SIMDual SIM (Nano-SIM, dual stand-by 4G VoLTE)

Display

TypeIPS Incell technology
Size6.6 inches, 16.76 cm
Resolution720 x 1612 pixels, 20:9 ratio
Features2.5D glass

Platform

OSAndroid 13 (Go edition)
Chipset
CPUOcta-Core (1.6 GHz)
GPUPowerVR GE8322

Memory

Card slotmicroSD, up to 256 GB
Internal64 GB
RAM6 GB
Variant6GB 64GB

Main camera

Dual8 MP, f/2.0
VGA
FeaturesAuto Focus, PDAF, LED Flash
Video1080p

Selfie camera

Single5 MP, f/2.0
FeaturesNormal, Portrait, Video, Filter
Video1080p

Sound

LoudspeakerYes
3.5mm jackYes

Connectivity

WLANWi-Fi 802.11 b/g/n, WiFi Direct, hotspot
Bluetooth5.0
GPSYes, with A-GPS
NFCNo
FM radioUnspecified
USBUSB Type-C 2.0
Infrared port

Features

SensorsFingerprint (rear-mounted), accelerometer, proximity, gravity

Battery

TypeNon-removable Li-Po
Capacity5000 mAh

More

Made byBangladesh
ColorStarry Grey, Velvet Violet
Other FeaturesDual Flash Light
Parallel Apps
Screen Recording
Ultra Saving Mode
Smart Controls
Face Unlock
Scan QR Code
Charging Notification LED light
Content Adaptive Brightness Control (CABC)

Walton  কোম্পানি নতুন একটি স্মার্টফোন বাজারে নিয়ে এলো, এই স্মার্টফোনে রয়ছে দারুণ কিছু ফিচার যা ব্যাবহার কারিদের এই স্মার্টফোনের দিকে একবার হলেও মন আকৃষ্ট করবে। Walton  কোম্পানি তাদের  নতুন  Walton Orbit Y70c  মডেলের স্মার্টফোনটি বাজারে নিয়ে আসছে। এই ফোনের দারুণ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। Walton Orbit Y70c  স্মার্টফোনটি  6GB 64GB ভেরিয়েন্টের সাথে বাজারে এসেছে, Walton Orbit Y70c  স্মার্টফোনটির দাম শুরু হয়েছে 9,499  টাকা থেকে।

Walton Orbit Y70c  স্মার্টফোনে ব্যাবহার করা হয়েছে একি উন্নত মানের IPS Incell technology ডিসপ্লে এর সাথে এই স্মার্টফোনটিতে Android 13 (Go edition) ভার্সোনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে Walton  কোম্পানি, তাছাড়া এই ফোনটিকে শক্তি যোগাতে এটিতে – একটি প্রসেসর রয়েছে। স্মার্টফোনে ভিডিও ও ছবি তোলার জন্য পিছনে 8 MP, f/2.0 ক্যামেরা ও সামনে 5 MP, f/2.0 ক্যামেরা সেটাপ রয়েছে। এর সাথে স্মার্টফোটিকে দৃর্ঘখন ব্যাবহা করার জন্য এতে 5000 mAh লিথিয়াম ব্যাটারি রয়েছে, ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য – ওয়ার্ড ফাস্ট র্চাজিং সেটাপ দেখতে পাবেন।

বাংলাদেশে Walton Orbit Y70c এর দাম কত?

বাংলাদেশে Walton Orbit Y70c এর দাম 9,499  টাকা।

ডিসপ্লে

Walton Orbit Y70c স্মার্টফোনে ব্যাবহার কারিদের দারুণ অভিজ্ঞতা দেবার জন্য 6.6 inches, 16.76 cm সাইজের IPS Incell technology  ডিসপ্লে  ব্যাবহার করছে এর সাথে ডিসপ্লের রেজুলেশন হলো 720 x 1612 pixels, 20:9 ratio এই ডিসপ্লের সাথে ব্যাবহারকারীরা খুবই মানানসই ভাবে মুভি ভিডিও গেম সহ আরো অনেক একটি লাভ জনক অভিজ্ঞতার সাক্ষী হবে।

প্রসেসর

প্রতিটি স্মার্টফোনের সবচেয়ে বড় শক্তি তার প্রসেসর আর সেই ব্যাপারটা মাথায় রেখে Walton কোম্পানি এতে Android 13 (Go edition) এর সাথে – চিপসেট ও Octa-Core (1.6 GHz)  সিপিইউ ব্যাবহার করেছে, যার মাধ্যমে ব্যাবহারকারী সব ধারনের মাল্টি টাস্কিং কাজ করতে পারবে ও স্মার্টফোনটি কনো ল্যাগিং ছাড়াই ব্যাবহারকারীদের দারুণ একটি ইজার এক্সপেরিয়েন্স দেবে।

মেমোরি

Walton Orbit Y70c স্মার্টফোনে ইন্টারনাল স্টোরেজ হিসাবে 64 GB ব্যবহার করা হয়েছে এবং Ram রয়েছে 6 GB তাছাড়া ও ব্যাবহাকরী চাইলে এর সাথে আলাদা একটি মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করতে পারবেন।

ক্যামেরা

বর্তমান যুগে ক্যামেরা ছাড়া আসলেই অনেক অসুবিধায় পড়তো মানুষ, সকল ফোনেই ক্যামেরা রয়েছে, স্মার্টফোনের ক্যামেরা দিয়েই মানুষ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, আর সাবাই চাই তার স্মার্টফোনেও একটি ভালো ক্যামেরা সেটাপ যেনো থাকে। এই স্মার্টফোনে পিছনের মেন ক্যামেরা হিসাবে 8 MP, f/2.0 ও সেলফি প্রেমীদের জন্য সামনে 5 MP, f/2.0 ক্যামেরা ব্যহবার করা হয়েছে এবং এর সাহায্য ব্যাবহারকারীরা 1080P এবং 4k ভিডিও ধারন করতে পারবে।

ব্যাটারি

ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো এর ব্যাটারি ব্যাকআপ তবে চিন্তার কনো কারন নেই Walton Orbit Y70c স্মার্টফোনে একটি বিশাল 5000 mAh লিথিয়াম ব্যাটারি রয়েছে যা ফোনটিকে ৩ পর্যন্ত সচল রাখবে আর হেবি ইউজে ১ দিনের বেশি ব্যাকআপ পেয়ে যাবে ব্যাবহারকারী। তাছাড়া ও ফোনটি দ্রুত চার্জের জন্য এতে –  ওয়ার্ডের ফাস্ট চার্জিং ব্যাবহার করা হয়েছে

পরিশেষে বলতে চাই এই স্মার্টফোনের বাজেট অনুযায়ী অত্যান্ত দারুণ একটি স্মার্টফোন, এই ফোনটি ব্যাবহার করে ব্যবহারারা আশাকরি হতাশ হবে না, তারপর ও আপনি ফোনটি কিনতে চাইলে সকল কিছু যাচাই-বাছাই করে আপনার মত অনুযায়ী ফোনটি কিনতে পারেন, এই ফোনটি কেনা আপনার একান্তই ব্যাক্তিগত ব্যাপার, আমি শুধু আপনাদের এই স্মার্টফোন সম্পর্কে কিছু ধারণা দিলাম। আর আপনার যদি কনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন ধন্যবাদ

Walton Orbit Y70c FAQ

Walton Orbit Y70c এর দাম কত বাংলাদেশে?

Walton Orbit Y70c এর বাংলাদেশে দাম হলো 9,499 টাকা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url