Nio Phone 2 এর দাম

Nio Phone 2  স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন

Nio  কোম্পানি নতুন একটি স্মার্টফোন বাজারে নিয়ে এলো, এই স্মার্টফোনে রয়ছে দারুণ কিছু ফিচার যা ব্যাবহার কারিদের এই স্মার্টফোনের দিকে একবার হলেও মন আকৃষ্ট করবে। Nio  কোম্পানি তাদের  নতুন  Nio Phone 2  মডেলের স্মার্টফোনটি বাজারে নিয়ে আসছে। এই ফোনের দারুণ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। Nio Phone 2  স্মার্টফোনটি  12GB 512GB / 12GB 1TB / 16GB 1TB ভেরিয়েন্টের সাথে বাজারে এসেছে, Nio Phone 2  স্মার্টফোনটির দাম শুরু হয়েছে 110,000  টাকা থেকে।

Nio Phone 2  স্মার্টফোনে ব্যাবহার করা হয়েছে একি উন্নত মানের LTPO AMOLED ডিসপ্লে এর সাথে এই স্মার্টফোনটিতে SkyUI 2.0 ভার্সোনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে Nio  কোম্পানি, তাছাড়া এই ফোনটিকে শক্তি যোগাতে এটিতে Qualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3 (4 nm) একটি প্রসেসর রয়েছে। স্মার্টফোনে ভিডিও ও ছবি তোলার জন্য পিছনে 48 MP, 50 MP, 48 MP ক্যামেরা ও সামনে 12 MP, ক্যামেরা সেটাপ রয়েছে। এর সাথে স্মার্টফোটিকে দৃর্ঘখন ব্যাবহা করার জন্য এতে 5200 mAh লিথিয়াম ব্যাটারি রয়েছে, ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য 80W wired, PD3.0, QC4 ওয়ার্ড ফাস্ট র্চাজিং সেটাপ দেখতে পাবেন।

Nio Phone 2

ModelNio Phone 2
PriceBDT. 1,10,000
Display6.82″ 1080×2400 pixels
RAM12/16 GB
ROM512 GB/ 1TB
ChipsetQualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3 (4 nm)

বাংলাদেশে Nio Phone 2 এর দাম কত?

বাংলাদেশে Nio Phone 2 এর দাম 110,000  টাকা।

ডিসপ্লে

Nio Phone 2 স্মার্টফোনে ব্যাবহার কারিদের দারুণ অভিজ্ঞতা দেবার জন্য 6.82 inches সাইজের LTPO AMOLED  ডিসপ্লে  ব্যাবহার করছে এর সাথে ডিসপ্লের রেজুলেশন হলো 1440 x 3168 pixels এই ডিসপ্লের সাথে ব্যাবহারকারীরা খুবই মানানসই ভাবে মুভি ভিডিও গেম সহ আরো অনেক একটি লাভ জনক অভিজ্ঞতার সাক্ষী হবে।

প্রসেসর

প্রতিটি স্মার্টফোনের সবচেয়ে বড় শক্তি তার প্রসেসর আর সেই ব্যাপারটা মাথায় রেখে Nio কোম্পানি এতে SkyUI 2.0 এর সাথে Qualcomm SM8650-AB Snapdragon 8 Gen 3 (4 nm) চিপসেট ও Octa-core (1×3.3 GHz Cortex-X4 & 3×3.2 GHz Cortex-A720 & 2×3.0 GHz Cortex-A720 & 2×2.3 GHz Cortex-A520)  সিপিইউ ব্যাবহার করেছে, যার মাধ্যমে ব্যাবহারকারী সব ধারনের মাল্টি টাস্কিং কাজ করতে পারবে ও স্মার্টফোনটি কনো ল্যাগিং ছাড়াই ব্যাবহারকারীদের দারুণ একটি ইজার এক্সপেরিয়েন্স দেবে।

মেমোরি

Nio Phone 2 স্মার্টফোনে ইন্টারনাল স্টোরেজ হিসাবে 512 GB / 1TB UFS 4.0 ব্যবহার করা হয়েছে এবং Ram রয়েছে 12/16 GB তাছাড়া ও ব্যাবহাকরী চাইলে এর সাথে আলাদা একটি মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করতে পারবেন।

ক্যামেরা

বর্তমান যুগে ক্যামেরা ছাড়া আসলেই অনেক অসুবিধায় পড়তো মানুষ, সকল ফোনেই ক্যামেরা রয়েছে, স্মার্টফোনের ক্যামেরা দিয়েই মানুষ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, আর সাবাই চাই তার স্মার্টফোনেও একটি ভালো ক্যামেরা সেটাপ যেনো থাকে। এই স্মার্টফোনে পিছনের মেন ক্যামেরা হিসাবে 48 MP, 50 MP, 48 MP ও সেলফি প্রেমীদের জন্য সামনে 12 MP, ক্যামেরা ব্যহবার করা হয়েছে এবং এর সাহায্য ব্যাবহারকারীরা 1080P এবং 4k ভিডিও ধারন করতে পারবে।

ব্যাটারি

ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো এর ব্যাটারি ব্যাকআপ তবে চিন্তার কনো কারন নেই Nio Phone 2 স্মার্টফোনে একটি বিশাল 5200 mAh লিথিয়াম ব্যাটারি রয়েছে যা ফোনটিকে ৩ পর্যন্ত সচল রাখবে আর হেবি ইউজে ১ দিনের বেশি ব্যাকআপ পেয়ে যাবে ব্যাবহারকারী। তাছাড়া ও ফোনটি দ্রুত চার্জের জন্য এতে 80W wired, PD3.0, QC4  ওয়ার্ডের ফাস্ট চার্জিং ব্যাবহার করা হয়েছে

পরিশেষে বলতে চাই এই স্মার্টফোনের বাজেট অনুযায়ী অত্যান্ত দারুণ একটি স্মার্টফোন, এই ফোনটি ব্যাবহার করে ব্যবহারারা আশাকরি হতাশ হবে না, তারপর ও আপনি ফোনটি কিনতে চাইলে সকল কিছু যাচাই-বাছাই করে আপনার মত অনুযায়ী ফোনটি কিনতে পারেন, এই ফোনটি কেনা আপনার একান্তই ব্যাক্তিগত ব্যাপার, আমি শুধু আপনাদের এই স্মার্টফোন সম্পর্কে কিছু ধারণা দিলাম। আর আপনার যদি কনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন ধন্যবাদ

Nio Phone 2 FAQ

Nio Phone 2 এর দাম কত বাংলাদেশে?

Nio Phone 2 এর বাংলাদেশে দাম হলো 110,000 টাকা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url